Advertisement
হোমহলিউড

বক্সঅফিসে প্রথম এক সপ্তাহে অসাধারণ সাফল্যের মুখ দেখলো অ্যাভেন্জার্স ইনফিনিটি ওয়ার

  | May 07, 2018 10:11 IST (New Delhi)
Avengers

প্রথম সপ্তাহের শেষে সিনেমাটি  156.64 কোটি ব্যবসা করে ফেলেছে. 

অ্যাভেন্জার্স ইনফিনিটি ওয়ার অসাধারণ সাফল্য দেখলো বক্সঅফিসে. দর্শকরা ইতিমধ্যেই তাদের প্রিয় সুপারহিরোদের সাথে ভিলেন থানস এর মোকাবিলা দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন. বুধ আর বৃহস্পতি বারে টিকিট বিক্রি সামান্য কমলেও প্রথম সপ্তাহের শেষে সিনেমাটি  156.64 কোটি ব্যবসা করে ফেলেছে. 
এটি হয়তো প্রথম কোনো বিদেশী সিনেমা যা ভারতে এতো সাফল্য পেয়েছে এবং মনে করা হচ্ছে এটি 200 কোটির ব্যবসা করবে ও জঙ্গল বুক-এর সাফল্যে (188  কোটি )-কেও ছাপিয়ে যাবে. বর্তমানে এটি সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবৎকেও পেছনে ফেলে দিয়েছে প্রথম তিন দিনে.এর থেকেই বোঝা যাচ্ছে বিনোদনমূলক সিনেমার জনপ্রিয়তা দর্শকের কাছে কতটা.
একই পর্দায় প্রায় 20 জন সুপারহিরোকে একসাথে দেখে এনে ছবিতে দর্শকমনে দুর্দান্ত সাড়া জাগিয়ে তুলেছে.

Advertisement
Advertisement