এখনও পর্যন্ত সিনেমার মোট বক্স অফিস কালেকশন ৭২ কোটি। ‘গলিবয়’ শহরাঞ্চলে খুবই ভালো ব্যবসা করেছে, বিশেষ করে মুম্বাইয়ে।
শমিতা লেখেন, ‘‘সেলিব্রিটিদের জীবনেও খারাপ দিন আসে। আমি আমার ভক্তদের ভালোবাসি শ্রদ্ধা করি কারণ তারা আজকে আমাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
টাইগার শ্রফ একটা ছোট্ট হিন্ট দেন যে, তারা সুতারিয়া এবং সিদ্ধার্থ মালহোত্রার ডেট করার বিষয়টি সত্যি হলেও হতে পারে।
Pulwama Attack: পুলওয়ামায় সন্ত্রাসবাদী আক্রমণে ভারতীয় সেনাদের (সিআরপিএফ) মৃত্যুর পরে বলিউড অভিনেতা অজয় এই সিদ্ধান্ত নিয়েছেন।
ভ্যালেন্টাইন্স ডে-তে রনবীর কাপুর ও আলিয়া ভাট একসঙ্গে ডিনার ডেট করেছিলেন
ছবিতে মা করিনার মতোই একটি নীল সোয়েটার পরেছে তৈমুর, সইফও নীল রঙের পোশাকেই যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে। পতৌদি প্যালেসে বিস্তৃত সবুজ লনের মধ্যে পোষা কুকুরের সঙ্গে খেলছে তৈমুর।
রোববার ভিএইচ ১ সুপারসনিক ২০১৯ (Vh1 Supersonic 2019)-এ ডিজের সঙ্গে অনুষ্ঠানে আগত প্রায় সমস্ত মানুষই সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে ডিজের এক অনুগামী জানায়, “এই অনুষ্ঠানটিতে অনেক শিল্পীই অংশগ্রহণ করেছিলেন, কিন্তু একমাত্র মার্শমেলোই জওয়ানদের স্মরণ করে।"
জঙ্গিহানার ঘটনার তীব্র নিন্দা করলেন ‘উড়ি: দ্য সার্জিক্যাল অ্যাটাক' সিনেমার অভিনেতা ভিকি কৌশল। সিনেমায় তিনি একজন সেনার চরিত্রে অভিনয় করেছেন।
প্রতিবাদ সভায় ছিলেন সিনেমা জগতের সঙ্গে যুক্ত সব রকম কলাকুশলীরা। কাস্টিং ডিরেক্টর তথা চিত্রনির্মাতা মুকেশ ছাবরা, অভিনেত্রী নিয়া শর্মা উপস্থিত ছিলেন।
জনি বলেন, “লন্ডনে প্রথম আমার মেয়ে জ্যামি মঞ্চে তাঁর প্রথম শো করে, এবং সব মানুষ দাঁড়িয়ে হাততালি দেয়! এখনও কোথাও অডিশন দিতে গেলে ও আমাকে জানায় না। আমি কখনও আমার মেয়েকে বিশেষ সুবিধা দিতে বলিনি কাউকেই। জ্যামি যা হয়েছে, যা হবে, নিজের দমেই হবে।”
দিলজিৎ দোসঞ্জ (Diljeet Dosanjh) সিআরপিএফ ওয়াইভজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (CRPF Wives Welfare Association) পেটিএমের মাধ্যমে ৩ লক্ষ টাকা দান করেছেন
শানায়া সঞ্জয় ও মাহীপ কাপুরের দুই সন্তানের বড়। তাঁর ভাই জাহানের বয়স এখন ১৩। এর আগে সঞ্জয় কাপুর বেশ কয়েকটি সাক্ষাত্কারে বলছিলেন যে, তার কন্যা বলিউডেই কর্মজীবন শুরু করতে ইচ্ছুক, তবে অভিনেত্রী হতে চান কিনা তা স্পষ্ট করেননি।