Advertisement
হোমহলিউড

57 বছর বয়েসে হু গ্রান্ট পরিণয় সূত্রে বাঁধলেন

হলিউড অভিনেতা হু গ্রান্ট 57 বছর বয়েসে 39 বছর বয়েসী এনা এবারস্টাইন কে বিয়ে করলেন, রয়টার্সের রিপোর্ট

  | May 27, 2018 20:48 IST (নিউ দিল্লি)
Hugh Grant

হু গ্রান্ট এর এনা এবারস্টাইন সঙ্গে বাফটা'র রেড কার্পেটে

Highlights

  • অভিনেতা হু গ্রান্ট 57 বছর বয়েসে 39 বছর বয়েসী এনা এবারস্টাইন কে বিয়ে করলেন
  • তাঁদের সন্তানের নাম হলো ফেলিক্স চাং হোং গ্রান্ট এবং তাবিথা গ্রান্ট
  • হু গ্রান্টকে শেষবার বড় পর্দায়ে 2017তে পেদিংটন 2 ছবিতে দেখা গেছিল
হলিউড অভিনেতা হু গ্রান্ট 57 বছর বয়েসে 39 বছর বয়েসী এনা এবারস্টাইন কে বিয়ে করলেন, রয়টার্সের রিপোর্ট | এই যুগলকে শুক্রবারে লন্ডনের চেলসি রেজিস্টার দপ্তরের বাইরে কিছু পরিবারের সদস্যর সাথে একসঙ্গে দেখা গেছে | এই লাভ একচুয়েলি অভিনেত্রী একটা শার্ট ও মিনিস্কার্ট পরিধান করে, নিজের দু বছরের মেয়ের সাথে ছিল |এই দম্পতির একটা পুত্র সন্তানও আছে যার নাম জন মুন্গ গ্রান্ট, যার জন্ম 2012 সনে | গ্রান্ট অনেক ছবিতে অভিনয় করেছেন যেমন কি ফোর ওয়েডিংস এন্ড এ ফিউনেরাল এবং এবাউট এ বয় |
এনা এবারস্টাইনের পূর্বে অভিনেত্রী এলিজাবেথ হারলির সাথে হু গ্রান্ট 13 বছরের টানা সম্পর্কে ছিলেন | হারলির সাথে  বিচ্ছেদ হবার পর এই মিউজিক এন্ড লিরিক্স অভিনেতা টিংল্যেং হোং কে ডেট করেছেন | তাঁদের সন্তানের নাম হলো ফেলিক্স চাং হোং গ্রান্ট এবং তাবিথা গ্রান্ট |
"আমি বিয়ে মানি না,” সে 2015তে পিপল ম্যাগাজিনকে বলল, “আমি কয়েকটাই ভালো উদাহরণ দেখেছি, হয়ত পাঁচটা, নাহলে গত ব্যাপারটা দুজনের কষ্টের কথা হয়ে দাড়ায়ে,”|

হু গ্রান্টকে শেষবার বড় পর্দায়ে 2017তে পেদিংটন 2 ছবিতে দেখা গেছিল |
বর্তমানে জন প্রেস্টনের বই নিয়ে আধারিত ব্রিটিশ সিরিজ এ ভেরি ইংলিশ স্ক্যান্ডালে জেরেমি থর্পের চরিত্রে অভিনয় করছে |
 
Advertisement
Advertisement