HomeRegional

বাস্তবের প্রেম আবারও পর্দায়, বনি-কৌশানীর হাত ধরে!

  | August 24, 2018 08:29 IST (কলকাতা)

গানের একটা দৃশ্যে অভিনেত্রী কৌশানী। (সৌজন্যে ইউটিউব)

রাজা চন্দ পরিচালিত গার্লফ্রেন্ড ছবিতে খুব শীঘ্রই বড় পর্দায় আবারও দেখা যাবে বনি-কৌশানী জুটিকে।

গতবছর শেষবার বনি কৌশনী জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখা যায় জিও পাগলা ছবিতে। তারপর এই বছর বনি সেনগুপ্তের জন্মদিনেই ঘোষণা করা হল তাঁদের পরবর্তী ছবির নাম এবং সেই সঙ্গে প্রকাশ করা হল তাঁদের পরবর্তী ছবি- গার্লফ্রেন্ডের পোস্টার। আর এবার মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক। গানে গার্লফ্রেন্ড কৌশনীর প্রতি কতটা বিভোর এই অভিনেতা সেই চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম প্রেমে পড়ার অনুভূতি কতটা মধুর তা যেন বনির চোখে মুখে ধরা পড়েছে এই গানে। তার সঙ্গে রয়েছেন গ্ল্যামারাস কৌশনী। বনি কৌশনীর যুগলবন্দীতে প্রেমের গান যেন আরও অনেক বেশি সুন্দর হয়ে উপস্থাপিত হয়েছে দর্শকের কাছে।

গার্লফ্রেন্ড ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন রূপম ইসলাম। সুরকার জিৎ গাঙ্গুলি এবং গীতিকার রাজা চন্দ। গতকাল মুক্তি পাওয়ার পর থেকে ইউটিউবের ট্রেন্ডলিস্টে বেশ উপরের সারিতেই ঘোরাফেরা করছে এই গান। আর দেরি না করে গার্লফ্রেন্ড ছবির টাইটেল ট্র্যাকে অভিনেতা বনি ও তাঁর গার্লফ্রেন্ড কৌশনীকে দেখে নিন:

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় রাজা চন্দের গার্লফ্রেন্ড মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই।