মনে আছে করণ জোহর কীভাবে টুইট করে জানিয়েছিলেন তিনি ইন্ডাস্ট্রি থেকে তাঁর পছন্দের দুই রমণীকে কফি উইথ করণের প্রথম পর্বে আমন্ত্রণ জানিয়েছেন? চিত্রনির্মাতা নিজেই এই খবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছিলেন, “প্রথম কফির কাপটা নারী শক্তিকে উৎসর্গ করলাম!! দীপিকা পাডুকোন এবং আলিয়া ভাটকে কফি উইথ করণ সিজন 6-এর প্রথম পর্বে জানাই স্বাগত।“ আলিয়া এবং দীপিকা দু’জনেই নিজেদের অভিনয় ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জন্য বারবার সংবাদ শিরোনামে আসেন। সঞ্জয় লীলা বনশালীর “পদ্মাবত” দীপিকা অভিনীত শেষ ছবি এবং অন্যদিকে আলিয়া রাজির জন্য সকলের অত্যন্ত প্রশংসা লাভ করেছেন। শনিবার দীপিকা ও আলিয়ার সঙ্গে কফি উইথ করণ 6-এর সেট থেকে ছবি শেয়ার করে ক্যাপশনে করণ লেখেন, “সিজন ওপেনার! গার্ল পাওয়ার অল দ্য ওয়ে!” দীপিকা ও আলিয়ার অন্য একটা ছবি শেয়ার করে করণ লেখেন, “স্টারটেড দ্য সিজন উইথ এ ব্যাং! কফির সেটে আজ গার্ল পাওয়ার!”
দেখুন করণের পোস্টঃ
Started the season with a bang!!!! #girlpower on the koffee set today!!!! @deepikapadukone@aliaa08@StarWorldIndia@hotstartweets#KoffeewithKaranpic.twitter.com/i8vRPX7Iz6
— Karan Johar (@karanjohar) October 6, 2018
এছাড়াও দেখুন ইনস্টাগ্রামে করণ কী শেয়ার করেছেনঃ
এছাড়াও দীপিকা ও আলিয়া দু’জনেই শোয়ের সেট থেকে ছবি শেয়ার করেছেন। দেখে নিন তাঁদের ছবিঃ
দেখুন আলিয়া কী শেয়ার করেছেনঃ
আলিয়া ও দীপিকা ছাড়াও এই সিজনে আর কোন তারকাকে দেখা যাবে তার একটা আন্দাজ পাওয়া গিয়েছে। দাদা অর্জুন কাপুরের সঙ্গে উপস্থিত থাকবেন জাহ্নবী কাপুর। অন্যদিকে বাবা সইফ আলি খানের সঙ্গে দেখা যাবে সারা আলি খানকে।
কফি উইথ করণের শেষ সিজনে ক্যাটরিনা কাইফ (প্রথমবার উপস্থিত হয়েছিলেন), শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, সলমান খান, আমির খান প্রমুখ তারকা উপস্থিত হয়েছিলেন।