অ্যাকশন, রোম্যান্স, থ্রিলারে ভরপুর পিয়া রে সিনেমায় পরিস্থিতির নিরিখে নায়ক নায়িকার সম্পর্কের নানা দিক ফুটিয়ে তোলার নিপুণ চেষ্টা করেছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়।
পিয়া রে সিনেমার নতুন গান স্বপ্ন সফরের গীতিকার দীপাংশু আচার্য্য। সুরকার এবং গায়কের দ্বৈত ভূমিকায় মন জয় করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। দেখে নিন স্বপ্ন সফরের ভিডিও:
বিখ্যাত অমানুষ জুটি শ্রাবন্তী-সোহমকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত পিয়া রে সিনেমায়। সিনেমায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী ছাড়াও কাঞ্চন মল্লিক, সোমরাজ মাইতি, সুপ্রিয় দত্ত প্রমুখ অভিনেতাদের দেখা যাবে।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পিয়া রে।