অ্যাডভেঞ্চার্স অব জোজো মুক্তি পেয়েছে বড়দিনে। তার থেকেও বড় দিনে নতুন অ্যাডভেঞ্চার এলো জোজো অর্থাৎ যশজিতের জীবনে। কিছুদিন আগেই হইহই করে হয়ে গেল তার উপনয়ন।
অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের ছেলে যশজিৎ। ডাকনামটা তার আরও মিষ্টি, প্যাওঁ।
পৈতেয় মাথা ন্যাড়া করেও ভীষণ উত্তেজিত সে।
মাথার সব চুল চলে গেলেও কিছুদিনের মধ্যেই আবার এসে যাবে তাই একটুও দুঃখ নেই তার মনে।
উপনয়নে উপস্থিত ছিলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়।
অভিনেত্রী নুসরাত জাহানকেও প্যাওঁ-এর মা শ্রেয়ার সঙ্গে ক্যামেরাবন্দি করা হয়।
যশজিতের দাদুও একজন অভিনেতা, ধারাবাহিকের জনপ্রিয় মুখ, জয়ন্ত বন্দ্যোপাধ্যায়।
উপস্থিত থাকতে দেখা যায় সুপারস্টার জিৎকেও।
রাজ চক্রবর্তীর পরম স্নেহের পাত্র যশজিৎ। চরম ব্যস্ততা সত্বেও অনুষ্ঠানে তাই না এসে পারেননি পরিচালক নিজেও।
মায়ের কোলে বসে সমস্ত আচার অনুষ্ঠান নিষ্ঠা সহকারে পালন করে এই একরত্তি খুদে।
উপনয়নের সব নিয়ম কানুনও অক্ষরে অক্ষরে পালন করে সে।
মাথা ন্যাড়া থাকায় যতদিন পর্যন্ত না চুল গজায় অভিনয় না করে আপাতত মন দিয়ে সে পড়াশোনাই করতে চায়, এমনটাই জানিয়েছে NDTV বাংলার প্রতিনিধিকে।