সপ্তাহ জুড়ে চলছে প্রেম উদযাপনের দিন। প্রপোজ ডে, চকোলেট ডে, কিস ডে, প্রমিস ডে পেরিয়ে ভ্যালেন্টাইনস ডে-তে গিয়ে শেষ হবে জেন ওয়াই-এর প্রেমের সপ্তাহ উদযাপন। তবে কি শুধুমাত্র জেন ওয়াই-ই প্রেমের সপ্তাহ পালন করে? আর বিবাহিতরা? বিয়ের পর কি শখ, আহ্লাদ,ভালোবাসা কিছুই আর থাকে না? অনেকের ধারণা বিয়ের আগেই কেবলমাত্র ভ্যালেন্টাইনস ডে নিয়ে মাতামাতি থাকে সব যুগলের। বিয়ের পর নাকি ভালোবাসার পাশাপাশি ফ্যাকাশে হয়ে যায় সবটা। আবার যাদের বিয়ে হয়ে গিয়েছে, তারা অনেকেই বলেছেন বিয়ের বহু বছর পরেও নাকি স্বামী একই এরকম রোম্যান্টিক।
আরও পড়ুনঃ শাশুড়ি-বৌমার সম্পর্কের নতুন গল্প, আসছে 'মুখার্জি দার বউ'
উইন্ডোজ প্রোডাকশন হাউজের পরবর্তী নিবেদন পৃথা চক্রবর্তীর 'মুখার্জি দার বউ'। অভিনয় করেছেন কনীনিকা বন্দোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, বিশ্বনাথ বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ। একটা ভিডিওতে সিনেমার নির্মাতারা দেখিয়েছেন আমজনতার বিয়ের পর আর বিয়ের আগের ভ্যালেন্টাইনস ডে কতটা আলাদা।
প্রেম, ভালোবাসা নিয়ে সব মেয়ের জীবনেই থাকে নানা স্বপ্ন। আর সেই স্বপ্নই তাকে রসদ জোগায় বেঁচে থাকার। যেমন থাকে মুখার্জি দার বউ অদিতি!