Advertisement
ভৌতিক পরিবেশের মধ্যে কী করছেন অক্ষয় কুমার
ভৌতিক পরিবেশের মধ্যে কী করছেন অক্ষয় কুমার

অক্ষয়ের টুইটটি দেখার পরে ইন্টারনেটের জনতার একাংশ অনুমান করে নেয় এটা ‘কাঞ্চনা’ সিনেমার রিমেক বলেই অক্ষয় বোঝাতে চাইছেন। শোনা যাচ্ছে, হিন্দিতে সিনেমাটির নাম হবে ‘লক্ষ্মী’। তবে টুইটারের একদল ভক্ত অবশ্য বলছেন, আদতে এর সঙ্গে সিনেমার কোনও সম্পর্ক নেই। আসলে অক্ষয় কুমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই তিনি এমন কথা লিখেছেন।

Game Of Thrones: সোফি টার্নারের ব্যক্তিগত দেহরক্ষীর মতোই তাঁকে আগলাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া
Game Of Thrones: সোফি টার্নারের ব্যক্তিগত দেহরক্ষীর মতোই তাঁকে আগলাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

‘গেম অফ থ্রোনস’-এর অষ্টম মরশুমের প্রথম এপিসোড এর স্পয়লার ( Game Of Thrones Season 8 Episode 1 spoilers) কিন্তু বেরিয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়ার রিয়্যাকশন দেখে মনে পড়ে যাচ্ছে সানসা স্টার্কের (Sansa Stark) ব্যক্তিগত দেহরক্ষী ব্রিয়ান অফ টার্থের (Brienne of Tarth) কথা।

Advertisement
Advertisement