Advertisement
দেখুন! ভক্ত সমুদ্রে ভাসলেন দিশা, সামলালেন টাইগার
দেখুন! ভক্ত সমুদ্রে ভাসলেন দিশা, সামলালেন টাইগার

সম্প্রতি, তাঁরা দু-জনে এসেছিলেন বাস্তিয়ান হোটেলে। হোটেল থেকে বেরোবার সময় ভক্তরা আটকে দেন দিশাকে। সঙ্গে সঙ্গে সঙ্গিনীকে সামলাতে চলে আসেন টাইগার। নিরাপত্তারঙীরাও ভিড় সরিয়ে নিরাপদে হোটেল থেকে গাড়িতে ওঠার বন্দোবস্ত করে দেন। তবে এত ঝক্কি পুইয়েও কিন্তু দিশার মুখ থেকে হাসি মোছেনি। অত ভিড়ের মধ্যেও দিব্য ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুলই ছিলেন। এদিন দিশার পরণে ছিল পোলকা ডটেড ড্রেস। 

Advertisement
Advertisement