ফের জনতার হয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সোশ্যালে আম আদমির প্রশংসা করে ফের সরব হলেন তিনি। বললেন, জনতা জনার্দন পাশে থাকলে সব হয়। হঠাৎ কী এমন ঘটল যে দেশবাসীকের প্রশংসায় পঞ্চমুখ শাহেনশা? অমিতের টুইট বলছে, গত বছরেও পটকার আওয়াজে কান পাতা দায় হয়ে গেছিল। এবছর বাড়ির আশপাশে দীপাবলি এবং তার পরের দিন হাতেগোণা শব্দবাজি ফেটেছে (Bursting Crackers)। তাতেই বিস্মিত এবং আনন্দিত অভিনেতা ধরে রাখতে পারেননি তাঁর আবেগ। সোশ্যালে সাধারণের সচেতন মনোভাবের খবর জানিয়ে বলেছেন, জনতা জনার্দন। পাশে থাকলে সব অসম্ভব সম্ভব হয়।
ইতালির চার্চে কী ফেলে এলেন ত্রিশলা? জানেন?
T ३५३३ - 3533 - मेरे पूरे मुहल्ले में दिवाली के दिन , और उसके बाद वाले दिनों में ,जहाँ हज़ारों सुनायी देते थे , केवल ४, four पटाखे सुनाई दिए ... आज केवल दो २ ...
ये असम्भव है , लेकिन सम्भव हो गया ।
जनता जनारधन होती है .... उसके साथ बहस नहीं करना चाहिए !! pic.twitter.com/9FUL0e1d8P
— Amitabh Bachchan (@SrBachchan) October 29, 2019
টুইটারে এও লেখেন অমিত, ২ বছর পর বাড়িতে দীপাবলির পার্টির আয়োজন হয়েছিল। সেই পার্টিও হয়েছে খুবই ভালোভাবে। আমন্ত্রিতরা খুশি শব্দহীন পরিবেশ দেখে। আগে হাজার হাজার পটাকা ফাটত এই বিশেষ উৎসবে। এবছর মাত্র ৪টি ফেটেছে! ভাবা যায় না।
Viral Video: হঠাৎ নেহার গলায় এমন বিষাদের সুর কেন! কেঁদে ফেললেন তার ভক্তরাও
টুইটের পাশাপাশি কিছু ছবিও শেয়ার করেছেন বিগ বি। সেখানে দেখা গেছে পুজোর সময় বচ্চন পরিবারের পোশাকের থিম ছিল ক্রিম আর লাল রং। মেয়েরা লাল আর পুরুষরা ঘিয়ে রঙের পোশাকে নিজেদের সাজিয়েছিলেন উৎসবের সকালে। সন্ধেয় জলসায় জমেছিল তারকাদের ভিড়।.
দেখুন ভিডিও