হোমবলিউড

Armaan Jain-র বিয়েতে একসঙ্গে হুল্লোড় Big B, বনি কাপুরের, দেখুন ছবি

Armaan Jain-এর বিয়ের বরযাত্রীতে উপস্থিত বলিউডের এক সে বড়কর এক তারকা।

  | February 04, 2020 14:06 IST (New Delhi)
Armaan Jain Wedding

বিয়েতে উপস্থিত বচ্চন পরিবার

Highlights

  • ঘিয়ে শেরওয়ানিতে হ্যান্ডসাম আরমান
  • শাড়িতে উজ্জ্বল করিনা-করিশ্মা
  • এসেছিলেন নীতা আম্বানিও

তারায় তারায় খচিত বিয়ে বোধহয় একেই বলে। Armaan Jain-এর বিয়ের বরযাত্রীতে উপস্থিত বলিউডের এক সে বড়কর এক তারকা। কে নেই সেই তালিকায়! সপরিবারে Amitabh Bachchan, সস্ত্রীক সঞ্জয় কাপুর, মেয়ে Twinkle Khanna-কে নিয়ে এসেছিলেন Dimple Kapadia। এই প্রজন্মের তারকাদের মধ্যে ছিলেন Arjun Kapoor, তারা সুতারিয়া, Kiara Advani, করণ জোহর প্রমুখ।  

আরমানের 'বারাত' ঝলমলে করিনা-করিশ্মা কাপুরের সাজে? দেখুন ছবি

দেখুন ছবি:


hco2oejo


বিয়েতে এসেছিলেন বচ্চন পরিবারও।


4gm2ieco


অমিতাভের সঙ্গে ছিলেন জয়া বচ্চনও।


r3ho23lg


ঐশ্বর্য, আরাধ্যাকে নিয়ে এসেছিলেন অভিষেক বচ্চনও। তিনজনকেই ভীষণ সুন্দর দেখাচ্ছিল।


0k7mmff8


শাড়িতে উজ্জ্বল, করিশ্মা, করিনা কাপুরও।


একসময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন নবদম্পতি অনীশা-আরমান। লাল লেহেঙ্গায় রাজকন্যে নতুন কনে। ঘিয়ে শেরওয়ানিতে ততটাই হ্যান্ডসাম আরমান। দেখুন যুগলের ছবি:


53kk876


দু'জনেই দু'জনাতে মুগ্ধ। 


c114lffo


গাঢ় লাল সিঁদুরে সিঁথি লাল সীমন্তিনীর।


দেখুন বরবেশে আরমান জৈনের ছবি।


s8l6fnfg


আরমান জৈন বরবেশে।


6diephso


একসঙ্গে মা মেয়ে ডিম্পল কাপাডিয়া, টুইঙ্কল খান্না। 


2rdf9u7o


বিয়েতে এসেছিলেন অর্জুন কাপুরও। 

বিয়েতে করিনা নিজেকে সাজিয়েছিলেন উজ্জ্বল হলুদরঙা শাড়িতে। খোঁপা বেঁধে তাতে জড়িয়েছিলেন ফুলের মালা। কানে ছিল কাঁধছোঁয়া ভারী দুল। সব মিলিয়ে বেবো গ্ল্যামারাস। মামার বিয়েতে তৈমুর সেজেছিল সনাতনী পোশাকে। 

Most adorable ever #armaankishaadi

A post shared by Tanya Ghavri (@tanghavri) on


করিশ্মা পরেছিলেন গোলাপি শাড়ি। তাতে যেন তিনি আরও বেশি সুন্দরী।


8kk7ke2


দিদি করিশ্মার পাশে বোন করিনা।


আম্বানি পরিবার থেকে এসেছিলেন নীতা আম্বানিও। মেয়ে ইশাকে সঙ্গে নিয়ে। 


d6tjpllo


লহেঙ্গায় চমৎকার দেখতে লেগেছে মা-মেয়ে দু'জনকেই।


তারা সুতারিয়া এই দিনের জন্য বেছেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা।


osf31c98


হাল্কা গোলাপিতে সাদা জরির জমাটি কাজে অনন্যা তারা।

বিয়েতে সস্ত্রীক সঞ্জয় কাপুরকে দেখা গেছে। হাসিমুখে পোজ দিলেন তিনি মেয়ে সানায়া, স্ত্রী মাহিপ কাপুরের সঙ্গে। 


m0c0uv4g


দেখুন সপরিবারে সঞ্জয়-মাহিপ-সানায়া কাপুর।


আমন্ত্রিতের তালিকায় ছিলেন বনি-অনিল কাপুরও।


bd7blhu8


হাসিমুখে পাপারাৎজিদের ক্যামেরার সামনে অনিল কাপুর।


pcfhg10g


এসেছিলেন কিয়ারা আদবানিও। 


onb8e1tg


সাদা পোশাকে শ্বেতপরি অনন্যা পাণ্ডে।mn01805o


প্যাস্টেল শেডের পাঠান পোশাকে এখনও সুপুরুষ বনি কাপুর। 


শেয়ার হওয়া একটি ভিডিওয় দেখা গেছে করিনা-তৈমুর-সইফ আলি খান জমিয়ে নাচছেন আকমানের বারাতে। সোশ্যালে শেয়ার হতেই সবাই বার বার করে দেখছে খান দম্পতির নাচ। দেখুন সেই ভিডিও:


গত জুলাইতে এনগেজমেন্ট হয়েছিল আরমান জৈন- অনিশার। সেই খবর জেনে সবার প্রথমে তাঁদের সোশ্যালে শুভেচ্ছা জানান করিশ্মা। ইনস্টায় ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আমার সবচেয়ে প্রিয় জুটি। অনেক শুভেচ্ছা তোমাদের।" রিমা জৈনের ছেলে আরমান মামা রণধীর-ঋষি কাপুরের মতোই বলিউডে পা রেখেছিলেন Lekar Hum Deewana Dil ছবি দিয়ে। বক্স অফিসে যদিও সেই ছবি সাফল্যের মুখ দেখেনি।


বাংলা ভাষায় বিশ্বের সকল বিনোদনের আপডেটস তথা বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube
 
Advertisement
Advertisement
Listen to the latest songs, only on JioSaavn.com