ক্যামেরা সজাগ। তাতে কী? ক্লিক ক্লিকের তোয়াক্কা না করেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)! আলোর উৎসব পালন করতে গিয়ে ভীষণ ঘনিষ্ঠ ভাবে সোহাগে ভরিয়ে দিলেন কাকে? ইনস্টায় সেই ছবি আসতেই ধাক্কা খেয়েছেন অর্জুন-ভক্তরাও। 'অভিযাত্রিক'-এর 'অপু' ওরফে অর্জুনের খুল্লামখুল্লা PDA দেখে বলছেন সবাই, বলছেন, ক্রমশ সাহসী হয়ে উঠছেন! অর্জুন কিন্তু নির্বিকার। কারণ, তিনি যে নিজের স্ত্রী সৃজা সেনকে আদরে ভরিয়ে দিচ্ছিলেন! আরবসাগরের ঢেউ যে গঙ্গার পাড়ে আছড়ে পড়ছে আস্তে আস্তে, বলিউডি স্টাইন যে টলিপাড়াতেও ইন, বোঝাই যাচ্ছে ছবি দেখে----
কালীপুজোর দিন মাতৃ আরাধনায় মেতেছিলেন দম্পতি। অর্জুনের পরনে সবুজ লং পাঞ্জাবি-চোস্ত। সৃজা সেজেছিলেন লাল লেহেঙ্গা-চোলি, সোনার গয়নায়। সেই ছবিও পোস্ট করেছেন।
এবং কাছে আসার তৃপ্তিতে একাধিক ফটো তুলে শেয়ার করেছেন দম্পতি।

উৎসবে একান্তে কাছে এসেছেন অর্জুনের দাদা-বউদি গৌরব-ঋদ্ধিমাও। তবে তাঁদের ভালোবাসা অনেকটাই সংযত। অর্জুনের মতো সাহসী নয়! তাঁরা অনেক বেশি যেন রোম্যান্টিক।

বরাবরই স্বভাবে চাপা অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব। তুলনায় ছোট ছেলে অর্জুন উদ্দাম। তবে কাছের মানুষকে নিয়ে কীভাবে উৎসব উদযাপন করতে হয়, জানেন দুই ভাই-ই।