এমনিতেই সলমন খানের উপস্থিতি আর বিতর্কের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বিগ বস ১৩টি সিজন ধরে মারাত্মক হিট। সেই হট শো-কে আরও জনপ্রিয় বানাতে প্রচারে শেফের ভূমিকায় দেখা গেল সঞ্চালক সলমন খানকে।
ভিডিওতে দেখা যাচ্ছে নীল রঙের শেরওয়ানি পরে আছেন সলমন খান, অন্যদিকে তাঁর “কনে” লাল রঙের শাড়ি পরে মাথায় ফুলের মালা লাগিয়ে একে অপরের সঙ্গে মালাবদল করছেন
জাইরা ওয়াসিমকে নাকি বিগ বস 13-য় অংশ নেবার জন্য অনুরোধ করেছিল টিম বিগ বস
ছোট পর্দার সবচেয়ে বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস (Bigg Boss)। বড় পর্দার সবচেয়ে বিতর্কিত অভিনেতা সলমন খান। দুইয়ে মিলে কী হয়? বিশাল ধামাকা। সেটাই নাকি ঘটতে চলেছে বিগ বস ১৩-য় (Bigg Boss 13)। নতুন তারকা, নতুন প্রতিযোগী তো থাকছেনই। তার আগে কোটি টাকার প্রশ্ন, সঞ্চালনায় সলমন খান থাকছেন তো?
Bigg Boss 12- শিবাশিস তাঁদের টাস্কের সময় প্রতারণা করার জন্য রোমিলের নাম মনোনীত করেন এবং রোহিত সুরভীর প্রতি আক্রমণাত্মক আচরণের জন্য শ্রীশান্তকে মনোনীত করেন।
নবরাত্রির উৎসব মাথায় রেখে বিগ বস সমস্ত সদস্যদের জন্য একটি বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করে, যার অংশ হিসাবেই ডান্স দিওয়ানের অনেক প্রতিযোগী এই বাড়িতে বিশেষ অনুষ্ঠান দিয়েছিলেন।
সলমান খান সকলকেই হুমকি দেন যারাই মারামারি করবেন তাঁদের শো থেকে বের করে দেওয়া হবে। তিনি বলেন, “আমি এরকম একটা শোয়ের অংশ হতে চাই না। এমনকি আমি এরকম শো দেখতেও চাইব না।”
Bigg Boss 12- রুমি জেসলিনকে জিজ্ঞেস করে, 'তুমি কি এখন সিঙ্গল?' জেসলিন উত্তর দেন, 'হ্যাঁ' এবং তারপর জোরে হাসতে থেকেন।
Bigg Boss 12: বিগ বস 12-এ এসে আয়ুষ শর্মা জানান, আজকাল তাঁর বন্ধুরাও ভজন গানের ক্লাস শুরু করেছে। অনুপ জলোটা এবং জেসলিন মথারুর প্রেমের দিকেই ইঙ্গিত করেছেন তাঁরা সবাই।
এই পর্বে সলমানকে দেখা যায় ‘ম্যায় হু হিরো তেরা' এবং 'সব হিরো হ্যায়'-এর মতো গান গাইতে। বিগব্যান্ডের সদস্যরাও তাঁর সঙ্গে যোগ দেন।
অনুপ জলোটার (Anup Jalota) বয়স 65 বছর। তাঁর শিষ্যা জেসলিন 28 বছর বয়সী। উভয়ের বয়সের পার্থক্য 37 বছর! বয়সের এতখানি তফাৎ থাকা সত্ত্বেও, বিগ বসে (Bigg Boss 12) এসে দু’জনেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে চেয়েছেন।
সলমান খানের Bigg Boss 12-র অপেক্ষার শেষমেশ অবসান হল।