ভিডিওতে দেখা গেছে, একটি অনুষ্ঠানে মুখোমুখি বনি কাপুর ঊর্বশী রওতেলা (Urvashi Rautela)। দু-জনে কথা বলছেন, সেটাও মানা গেল। তারপরেই বনির হাত সটান ঊর্বশীর কোমরে!
জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি এসেছিলেন নেহা ধুপিয়ার টক শো-র একটি এপিসোডে। সেখানেই তিনি বাবা বনি কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন। নেহা খুশিকে জিজ্ঞাসা করেন তার ডেট করার বিষয়ে কাপুর পরিবারের কোনও আপত্তি আছে কি না? উত্তরে খুশি বলেন, ‘‘আমার যদি একটা ঠিকঠাক বয়ফ্রেন্ড থাকে তা নিয়ে বাবার খুব বেশি সমস্যা হবে বলে মনে হয় না। বলিউডে ডেবিউ করছেন? উত্তরে খুশি বলেন, ‘‘যখন যেটা হওয়ার তখন সেটা হবে।’’
লোকজনের দাবি, বনি কাপুর ‘অসংযতভাবে’ অভিনেত্রী উর্বশীকে স্পর্শ করেছেন। ভিডিওয়ে দেখা যাচ্ছে, বনি কাপুর এবং উর্বশী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছেন, মজা করছেন। বেরোনোর সময়ে বনি কাপুরকে দেখা যায় বিদায়সূচক ভঙ্গিমায় অভিনেত্রীর পশ্চাতে হাত দিতে (Viral Video Of Alleged Misconduct)।
‘একে 59’ (AK 59) নামের এই রিমেকে অমিত পিঙ্কে অমিতাভ বচ্চনের ভূমিকায় অভিনয় করবেন। বিদ্যা বালান এই সিনেমায় বিশেষ ভূমিকায় তামিল চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটাবেন।
ট্রেলারে প্রিয়াকে পার্টি করতে দেখা যাচ্ছে, সুইমিং করছেন, দৌড়চ্ছেন কিন্তু এত কিছু সত্ত্বেও তিনি একা, ভীষণ একা! ট্রেলার শেষ হওয়ার সময় কয়েক মুহূর্তের জন্য বাথটাব থেকে অভিনেত্রীর পা বেরিয়ে থাকতে দেখা যায়।
"আমি তাঁকে, তাঁর কাজকে সমীহ করে চলতাম", বললেন বনি কাপুর।
জাহ্নবী ও খুশির সঙ্গে অর্জুন ও অংশুলার সম্পর্কের প্রসঙ্গে মুখ খুললেন বাবা বনি কাপুর।
" আজ আমাদের 22 তম বিবাহবার্ষিকী হতো'', হৃদয়স্পর্শী বার্তা দিলেন বনি কাপুর, স্ত্রী শ্রীদেবীর ট্যুইটার অ্যাকাউন্টে।
তাদের সাথে দেখা করার জন্য নিজেদের মুম্বাইয়ের বাড়িতে নিমন্ত্রণ করে এবং নিশ্চয়ই সেই বিশেষ শ্রদ্ধাঞ্জলির একটি ঝলক পাওয়ার জন্য-যেটা হচ্ছে একটি গাড়ি যাকে শ্রীদেবীর ফিল্মের ছবি দিয়ে সাজানো হয়েছে