আগামীকাল, ২২ সেপ্টেম্বর আরেক রবিবারে মুক্তি পেতে চলেছে ছবির আরও একটি গান 'কদম কদম বাঢ়ায়ে যা'। যে গান তৈরি হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনিকে উদ্বুদ্ধ করতে।
আগামী রবিবার মুক্তি পাবে ছবির প্রথম গান, সুভাষজি। গানটি ইতিমধ্যেই ইউ টিউবে ভাইরাল। সোনু নিগমের গাওয়া এই গান বারবার শোনার পরেও যেন তৃপ্ত হচ্ছে না কান।
আর ২০ দিন পরে গান্ধি জয়ন্তীতে অর্থাৎ ২ অক্টোবর মুক্তি পাবে সৃজিৎ মুখোপাধ্যায়ের বিতর্কিত সেই ছবি (Gumnami)। যে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
নেতাজি সুভাষ চন্দ্র বসুকে বড় পর্দায় ধরছেন সৃজিত মুখোপাধ্যায়--- এই খবর প্রথম যেদিন সামনে এসেছিল, বিতর্কের জন্ম তখন থেকে। মাঝে এই বিতর্ক সামান্য থিতিয়ে গেলেও পোস্টার-টিজার আর রবিবার ট্রেলার লঞ্চের দিন 'গুমনামী' বিতর্ক ফের খবরের শিরোনামে।
পরতে পরতে প্রকাশ্যে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’। একের পর এক বিতর্ক আর রহস্যের কেন্দ্র হয়ে উঠছে ছবিটি। বুধবার, তথ্য বিকৃতির অভিযোগ এনে ছবি মুক্তির বিরোধিতা করে পথে নেমেছিল ফরোয়ার্ড ব্লক।
দুর্ঘটনার পরের খবর, নেতাজিকে নাকি রাশিয়ায় নিয়ে গিয়ে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল। সমস্ত খবর বসু পরিবারে পৌঁছেতেই যখন নেতাজির শ্রাদ্ধের আয়োজনে সবাই ব্যস্ত, তখনই সেই অনুষ্ঠান পালনে নাকি বাধা দিয়েছিলেন স্বয়ং গান্ধিজি। তাঁর চিঠিতে পরিবারের উদ্দেশ্যে লেখা, নেতাজি বেঁচে রয়েছেন!