• India's Most Wanted: ‘ভারতের ওসামা’ আসলে কে? সে কথাই বলছেন অর্জুন কাপুর

    India's Most Wanted: ‘ভারতের ওসামা’ আসলে কে? সে কথাই বলছেন অর্জুন কাপুর

    অর্জুন কাপুর এই সিনেমায় গোয়েন্দা কর্মকর্তা প্রভাতের ভূমিকায়। ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরতে অর্জুন একটি গোপন অভিযানের নেমেছেন। কে এই অপরাধী, তাঁর চেহারা জানা নেই, নাম জানা নেই। প্রভাত ও তাঁর দল একটি অসম্ভব অসম্ভব মিশন শুরু করে, যাতে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুসহ বেশ কয়েকটি শহরে ৫২ টিরও বেশি বিস্ফোরণ ঘটানোর নেপথ্যের অপরাধীকে গ্রেফতার করতেই হবে তাঁদের।

Advertisement