জনি বলেন, “লন্ডনে প্রথম আমার মেয়ে জ্যামি মঞ্চে তাঁর প্রথম শো করে, এবং সব মানুষ দাঁড়িয়ে হাততালি দেয়! এখনও কোথাও অডিশন দিতে গেলে ও আমাকে জানায় না। আমি কখনও আমার মেয়েকে বিশেষ সুবিধা দিতে বলিনি কাউকেই। জ্যামি যা হয়েছে, যা হবে, নিজের দমেই হবে।”