শিলং-য়ের পাহাড়ি পথে প্রথম দেখার পর অমিত রায়-লাবণ্য দত্তের অর্গলহীন প্রেম যদিও পূর্ণতা পায়নি। বোনের মধ্যস্থতায় অমিতের বিয়ে হয় কেটি বা কেতকীর সঙ্গে। লাবণ্য সাতপাক ঘোরে শোভনলালের সঙ্গে। কালের নিয়মে একসময় দু-জনে দুই প্রান্তে। এখানেই কলম থেমেছে কবিগুরুর। শুরু পরিচালক জিৎ চক্রবর্তীর শেষের গল্প।