আপনার ‘মাছের ঝোল’, ‘আহারে মন’ প্রমাণ করেছে, আপনি এখনকার সম্পর্কের ছবি বেশ বানান। ‘সাহেব বিবি গোলাম’ প্রমাণ করেছে, আপনি উত্তেজনায় টানটান দর্শককে চেয়ারে বসিয়ে রাখার ক্ষমতা রাখেন।
কজন সাংবাদিক কি পারবে তুখোড় গোয়েন্দাগিরি করে রহস্যের জাল ভেদ করতে? ১৫ অগাস্ট উত্তর নিয়ে আসছে প্রতিম ডি গুপ্ত-র প্রথম গোয়েন্দা থ্রিলার 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'