এবার তিনি চুমু খেয়ে খবরে। তাও আবার এদেশের কাউকে নয়, বিদেশীয় চুম্বন!
গায়িকা পুজোর আগে সৌন্দর্যের আগুন জ্বালালেন ইন্সটায়। রকমারি পোশাকে নিজেকে সাজিয়েছেন। আর রূপের সেই তাপ ছড়িয়ে সোশ্যালে।
"সমারোহে এসো হে পরমতর, সুন্দর এসো হে"- শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কলমে ফুটে ওঠা কথাগুলোই প্রাণবন্ত হয়ে উঠেছে শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্রের কণ্ঠে। গানের সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের কৃতিত্বও এক্ষেত্রে উল্লেখযোগ্য। আর যাঁর সরোদের সুরে এ গান এতো প্রাণবন্ত হয়ে উঠেছে তিনি হলেন প্রতীক শ্রীবাস্তব।