ভিডিওতে দেখা গেছে, একটি অনুষ্ঠানে মুখোমুখি বনি কাপুর ঊর্বশী রওতেলা (Urvashi Rautela)। দু-জনে কথা বলছেন, সেটাও মানা গেল। তারপরেই বনির হাত সটান ঊর্বশীর কোমরে!
লোকজনের দাবি, বনি কাপুর ‘অসংযতভাবে’ অভিনেত্রী উর্বশীকে স্পর্শ করেছেন। ভিডিওয়ে দেখা যাচ্ছে, বনি কাপুর এবং উর্বশী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছেন, মজা করছেন। বেরোনোর সময়ে বনি কাপুরকে দেখা যায় বিদায়সূচক ভঙ্গিমায় অভিনেত্রীর পশ্চাতে হাত দিতে (Viral Video Of Alleged Misconduct)।
বলিউডের অভিনেত্রী উর্বশী রৌতেলা (Urvashi Rautela) বলিউডের জগতে নিজের দাপট দেখতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় (Social Media) তিনি নিজের একটা বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছেন