সুখবর অবশ্যই, তবে এই সুখবর ৮ বছরের পুরনো, সেই সময়ে এতও রমরমা হয়নি সোশ্যাল মিডিয়ার। ফলত ঐশ্বর্যের (Aishwarya Rai Bachchan) কোল আলো করে আসা আরাধ্যাকে নিয়ে তেমন ছবি ভিডিও সংগ্রহে নেই অনুরাগীদের কাছে। তবে ঐশ্বর্য রাই বচ্চনের ফ্যানপেজকে ধন্যবাদ জানাতেই হয় কারণ তাঁদের সৌজন্যেই মঙ্গলবার বেশ কয়েকটি অদেখা ছবি সামনে এসেছে। অমূল্য এই ছবিগুলি আসলে ঐশ্বর্য রাই বচ্চনের বেবি শাওয়ারের (baby shower)। সাধভক্ষণের ছবিগুলিতে সোনালি এবং জলপাই সবুজ সিল্ক শাড়িতে অসাধারণ সুন্দর দেখাচ্ছে ঐশ্বর্যকে। সঙ্গে সোনার গয়না এবং মাথায় ফুলের গজরা......রূপেই ভুলিয়েছেন সত্যি। অভিনেত্রীর স্বামী অভিষেক বচ্চনকে পাশে দাঁড়িয়ে তাঁর গজরা ঠিক করতে দেখা যাচ্ছে একটি ছবিতে। অন্য ছবিতে আরও দেখা যাচ্ছে ঐশ্বর্য রাইয়ের মা বৃন্দা রাই তার মেয়ের পাশে দাঁড়িয়ে আরতির থালা ধরে আছেন। ২০১১ সালের নভেম্বরে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যার জন্ম হয়।
Salman Khan: বৃষ্টি মাথায় সাইকেল সফর সলমনের! তুললেন সেলফি, ভাইরাল ভিডিও
গত মাসে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ের ছবিগুলি (Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan's wedding) ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং এখন ঐশ্বর্যের সাধ ভক্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠছে। এক নজর দেখে নিন সেই ছবি:
আগস্টে, ডিজাইনার জুটি আবু জানি এবং সন্দীপ খোসলা স্মৃতির সরণি বেয়ে অনুরাগীদের জন্য তুলে এনেছিলেন দুরন্ত কিছু ছবি, অভিষেক-ঐশ্বর্যর বিবাহের চোখ ধাঁধানো সমস্ত ছবি শেয়ার করেন তাঁরা। বিয়ের অ্যালবামের ছবিগুলিতে অমিতাভ বচ্চনকে মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে তাঁর মেয়ে নভ্যার সঙ্গে নাচতে দেখা যায়। এর আগে তারা ঐশ্বর্য এবং অভিষেকের সঙ্গীত অনুষ্ঠানের অমূল্য কিছু ছবিও পোস্ট করেছিলেন, যেখানে বলিউডের অন্যতম নামজাদা দম্পতি অমিতাভ এবং জয়া বচ্চনকেও নাচতে দেখা যায়। দেখুন সেই সব পুরনো ছবি:
Rishi Kapoor: ক্যান্সারকে হারিয়ে বাড়ি ফিরলেন ঋষি, প্রায় এক বছর পর
অমিতাভ বচ্চন ১৯৭৩ সালে অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেন। তাদের ছেলে অভিষেক বচ্চন ২০০৭ সালে অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অভিষেক ও ঐশ্বর্য একসঙ্গে গুরু, রাবণ, কুছ না কহো, উমরাও জান ও সরকার রাজের মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এরপরে তাদের একসঙ্গে ফের দেখা যাবে গুলাব জামুন সিনেমায়।